প্রিয় ওপিএন,
রমজানুল মোবারক ও শুভ নববর্ষ ১৪২৯। আগামী ২৩.০৪.২২ ইং বিকাল ৫ ঘটিকার সময় রীমা কনভেনশন সেন্টারে ওপিএ ইফতার ও দোয়া মাহফিল ২০২২ ইং আয়োজন করা হয়েছে, এতে আপনাকে অংশ নিতে বিনীত অনুরোধ করা হল। অংশগ্রহণ করতে ইচ্ছুক ওপিএনদের ১৪ হতে ২০শে এপ্রিল, বিকাল (০৪-০৮) ঘটিকার মধ্যে রেজিস্ট্রেশন করে ওপিএ অফিস হতে ইফতার ID Card সংগ্রহ করতে অনুরোধ করা হল।
প্রয়োজনে – 01819-380333।

নিবেদক,
ওপিএন মোছাদ্দেক আহমেদ শরীফ
(আহ্বায়ক)
ওপিএন আবু মোঃ রাশেদ চৌঃ
(সভাপতি,ওপিএ)
ওপিএন আবু মোঃ সাজেদ চৌধুরী
(জিএস, ওপিএ)
এবং কার্যকরী কমিটির সকল সদস্য ।